টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দলের বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ একটি দল খেলছে এই টেস্টে। ব্যাট করতে নেমেই ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
১৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বৈভব, যাতে ছিল ৩টি চার এবং পাঁচটি ছক্কার মার।
'সেটা নিয়ে তার নিজস্ব কিছু চিন্তা-ভাবনা আছে (তিন ফরম্যাটে ৩ অধিনায়ক)। শুধু টেস্টে ক্যাপ্টেন্সি করার আগ্রহ ওর কম ছিল, সে কারণেই বোধহয় এমন সিদ্ধান্ত নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে। আমাদের আলোচনা হয়েছিল। তবে এ মুহূর্তে সিদ্ধান্ত নেবে এটা আশা করিনি।'
রিপোর্ট অনুসারে, স্পোর্টম্যাক্স টিভি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রশ্ন পাঠায়-তারা এই ঘটনাটি জানে কিনা, কোনও তদন্ত চলছে কিনা এবং সত্যিই কি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে? বোর্ড সভাপতি কিশোর শ্যালো এই প্রশ্নে বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই বিষয়ে অবগত নয় এবং তাই এই মুহূর্তে মন্তব্য করার অবস্থানে নেই।’
ব্রিজটাউন টেস্টে আম্পায়ারদের এমন সিদ্ধান্তগুলোর কারণে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ক্ষোভ ঝরেছে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক রস্টন চেজের কণ্ঠে।
নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে আর পূর্ণ ওভারে নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে।
বাংলাদেশের বিপক্ষে বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দলই বেছে নিয়েছে শ্রীলঙ্কা।
আইপিএলের কারণে পাকিস্তান সিরিজে না খেলা বেশ কিছু ক্রিকেটারও দলে ফিরেছেন। এর মধ্যে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র।
সিরিজে ১-০ তে লিড নেওয়ার পর কামিন্স বললেন, ‘নিউইয়র্কে সে কিছুটা অনুশীলন করেছে। আমার মনে হয়, সেটা টেনিস বল দিয়ে। এখন তাকে দেখে ভালো মনে হচ্ছে। পরের ধাপ হলো এখানে এসে নেটে অনুশীলন করা। আগামী কয়েক দিনের মধ্যে আমরা আরও বেশি কিছু জানতে পারবো।’
বিতর্কের মুখে পড়ে গত ২৫ জুন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন নেতৃত্বাধীন সংবিধান সংশোধন কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়।
‘দুর্ভাগ্যবশত সে ভালো করতে পারেনি, সুযোগ ছিল। কিন্তু হ্যাঁ, এখন রেজাল্ট সে দিতে পারেনি দলের জন্য। এটা অবশ্যই হতাশার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু তার ওপর দোষ দেওয়াটা বোকামি হবে, দল হিসেবে আমরা এ ম্যাচটা ভালো খেলিনি।’
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার ঠিক আগে শান্তকে বোর্ড থেকে জানানো হয় ওয়ানডে অধিনায়ক হিসেবে তারা মেহেদী মিরাজকে ভাবছেন। এরপরই মিরাজকে ওয়ানডের অধিনায়ক করা হয়। শান্ত তখনই ক্রিকেট পরিচলনা বিভাগকে জানিয়ে গিয়েছিলেন, টেস্টের নেতৃত্বে তিনি থাকবেন না।
'একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়্নি। খেলতে পারিনি। '
'আমার মনে হয় যে, প্রথম টেস্টটি আমরা যেভাবে ডমিনেট করে খেললাম, এই টেস্টটা আরেকটু ভালো খেলতে পারতাম ডমিনেট করে খেলতে পারতাম তাহলে উন্নতির জায়গাটা আমরা দেখতে পেতাম।'-যোগ করেন তিনি।
শান্ত যে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এ ব্যাপারে কিছুই জানতেন না বিসিবি সভাপতি বুলবুল।