বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাংলাদেশ বালক দল ৩-০ গোলে পরাজিত করেছে হংকংকে।
বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশে মুওয়াই থাইয়ের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত রাশেদ ভারতের ঋতিক কালসিকে হারিয়ে বেল্ট জেতেন। অপরদিকে অ্যামেচার বিভাগে ‘গোল্ডেন বয়’ নামে পরিচিত মসজিদুল রেজা অমিও শহিদুল ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপ।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)–এর নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
দক্ষিণ এশিয়ার বাইরে বড় আন্তর্জাতিক গেমসের মধ্যে একমাত্র কমনওয়েলথ গেমসেই বাংলাদেশের স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে। বিশেষ করে শ্যুটিংয়ে একাধিক পদক রয়েছে এই প্রতিযোগিতায়।
বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান র্যালিতে অংশগ্রহণ ও অলিম্পিয়ানদের সম্মাননা সনদ প্রদান করেন।
দেশের অন্যতম কিংবদন্তি প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করবেন তার স্ত্রী তাসনিম সুলতানা লাবণ্য। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশন।
অভিযোগে আরও জানা যায়, ঢাকায় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে খেলতে আসা খেলোয়াড়দের তিনি এতিমখানায় রেখে দেশের সম্মানহানি করেছেন।
ক্রিস্টি কভেন্ট্রি ১৯৮৩ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন। ২০০৪ এথেন্স ও '০৮ সালে বেইজিং অলিম্পিকে তিনি সাঁতারের ২০০ মিটার স্বর্ণপদক জেতেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি অলিম্পিকে সাঁতারু হিসেবে অংশগ্রহণ করেন।
লোরেস্তান প্রদেশের হেলেনা গোলামি পেশাদার কারাতে খেলোয়াড় ছিলেন। ইসরাইলি হামলায় তার মৃত্যুর পর ইরানের কারাতে ফেডারেশন তাকে ‘শহীদ’ ঘোষণা করে গভীর শোক প্রকাশ করেছে।
পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে সোনা জিতে নেন।
সিঙ্গাপুরের বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন আলিফ।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি পুরস্কারের নাম বদলেছে। আশির দশকের মতো পুরস্কারের নাম বদলে করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। শেখ কামাল নামটি বাদ পড়েছে সর্বশেষ সংশোধনে। সংশোধনের নীতিমালাও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশ বছরব্যাপী খেলোয়াড় অনুশীলনে রাখে। বাংলাদেশের অধিকাংশ ফেডারেশনের সারা বছর প্রশিক্ষণের সামর্থ্য নেই।